২৮ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
মিরসরাইয়ে প্রশাসনের আশ্বাসের পরও বখাটের উৎপাত থামেনি  ফেরার পথে ছাত্রীর গতিরোধ  ৪ বখাটে গ্রেফতার
  • Updated Sep 18 2023
  • / 151 Read

 

মিরসরাই প্রতিনিধি;
চট্টগ্রামের মিরসরাইয়ে বখাটেদের ভয়ে চারমাস পর স্কুলে গেলেন সপ্তম শ্রেণীর ছাত্রী। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের গতিরোধ করায় তিন ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ৫জনকে আসামী করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলো মঘাদিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের গজারিয়া এলাকার এতিম উল্লাহ হাজী বাড়ির মৃত মোশারফ হোসেনের পুত্র এমরান হোসেন বাদশাহ প্রকাশ শুভ (২০), মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো. দুধু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ীর নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)। আসামীদের মধ্যে এতিম উল্ল্যাহ হাজি বাড়ির ওমর ফারুকের পুত্র মো. সবুজ (২৩) পলাতক রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তানিয়া (ছদ্মনাম) ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চুল ধরে টানাটানির এক পর্যায়ে ওই ছাত্রীর মাথার স্কাফ খুলে ফেলে তারা। গাড়িতে তুলতে ব্যর্থ হওয়ার পর গাড়ি দিয়ে চাপা দেয়ারও চেষ্টা করে তারা। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠিরা ওই শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। ঘটনার দিন বিকালে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর বাবা বেলায়েত হোসেন। অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। 
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিনক ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করে আদালয়ে প্রেরণ করেছে। 

এই বিষয়ে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, কিছু বখাটে আমার স্কুলের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছে দীর্ঘদিন ধরে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করলেও তারা আবার জামিনে এসে ওই শিক্ষার্থীর পরিবারকে হুমকি দিয়ে আসছে। এই ভয়ে মেয়েটি দীর্ঘ ৪ মাস যাবৎ স্কুলে আসা বন্ধ করে দিয়েছি। গত বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনকে নিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে আবার স্কুলে আসার পরামর্শ দিয়েছি। প্রশাসনের আশ^াসে রবিবার (১৭ সেপ্টেম্বর) আবার যথারীতি স্কুলে আসে মাকে নিয়ে। ওই শিক্ষার্থীর মা স্কুলে মেয়েকে দিয়ে বাড়ি যাওয়ার পথে ওরা আবার তার গতিরোধ করে। খবর পেয়ে পুলিশ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাই।
মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রয়েছে। যদি অপকর্ম করে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটির দায় সংগঠন বহন করবেনা। আমরা তদন্ত করে যদি তারা জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, বখাটেদের ভয়ে দীর্ঘ ৪ মাস পরে মলিয়াইশ স্কুলের একজন শিক্ষার্থী প্রশাসনের আশ্বাসে রবিবার সকালে তার মায়ের সাথে স্কুলে যায়। মেয়েকে স্কুল দিয়ে বাড়ি ফেরার পথে মামলার ১ নং ৫নং আসামী শিক্ষার্থীর মায়ের গতিরোধ করে হুমকি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বেলায়েত হোসেন বাদি হয়ে মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া এলাকার এতিম উল্লাহ হাজী বাড়ির মৃত মোশারফ হোসেনের পুত্র এমরান হোসেন বাদশাহ প্রকাশ শুভ (২০) ১ নম্বর আসামী করে ৪ জনরে নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *